Login Register
Home »
শারদীয়া মুগ্ধবাংলা ১৪৩১
আরও একবার শারদীয়া মুগ্ধবাংলা প্রকাশের উদ্যোগ নিলাম। মাঝে আর মাত্র দুই মাস, তারপরই পুজোর হাস্যোজ্জ্বল দিনগুলোকে রঙিন করতে চলে আসবে শারদীয়া মুগ্ধবাংলা। সম্পূর্ণ রঙিন অনুদিত কমিকসে ভরপুর, পাঠকদের মন মাতাতে এবার মুগ্ধবাংলায় দারুণ সব আয়োজন রাখা হবে। মুগ্ধবাংলার কোনো সদস্য যদি এই বিশেষ আয়োজনে অংশ নিতে চান, তবে তাঁকে স্বাগত। তাঁর জন্য রইবে বিশেষ উপহার। পত্রিকাটি প্রকাশিত হবে মহালয়ার প্রাক্কালে। পুনশ্চঃ অনিবার্য কারণ বশতঃ, শারদীয়া সংখ্যার কিছু কাজ বাকি থাকায়, আগামীকাল মহালয়ার দিন পত্রিকাটি প্রকাশ সম্ভবপর হচ্ছে না। কবে প্রকাশিত হবে তা, কাল বিকেলে জানিয়ে দেওয়া হবে।
29th July, 2024 6:52 PM
Available For Reading Online in High Quality! Please Register or Login!
Blacklist Terms About Us
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)